নন-ক্যাডার: সহকারী সচিব হলেন ১২ জন

জনপ্রশাসনের ১২ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত পদে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 05:58 PM
Updated : 18 Feb 2018, 05:58 PM

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এদের পদোন্নতি দিয়ে রোববার আদেশ জারি করেছে।

পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের ৯টি, জ্যেষ্ঠ সহকারী সচিবের ৫৭টি এবং সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে।

প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের দুলালী রানী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাকির হোসেন খান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সৌমিত্র কুমার পাল এবং অর্থ বিভাগের ফারুক আহমেদ, ফখরুল ইসলাম, নাহিদ নিগার ও আবদুল্লাহ সিদ্দিক সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শহীদুজ্জামান খন্দকার, গোলাম সারওয়ার খান পাঠান, ফারজানা ইয়াসমিন, মো. নজরুল ইসলাম এবং মো. আবু হারিস মিয়া সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।