বাংলাদেশকে মিয়ানমারের সঙ্গে আলোচনায় দেখে ‘খুশি’ চীন

মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সংকটের সমাধানের পথ খোঁজায় বাংলাদেশের উপর চীন ‘খুশি’ হয়েছে বলে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 07:19 PM
Updated : 7 Dec 2017, 07:19 PM

ঢাকা সফররত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী ওয়াং ইয়াজুন মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সংলাপ ও আলোচনার ভিত্তিতে এই সমস্যার সমাধানের পক্ষে বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

চীনা কমিউনিস্ট পার্টির ঊনবিংশতম জাতীয় কংগ্রেস নিয়ে মঙ্গলবার ঢাকায় এক সভায় কথা বলেন তিনি।

সেখানে বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা ফারুক খান রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।

এক প্রশ্নের জবাবে ওয়াং ইয়াজুন বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক দিক দিয়ে যে চাপ মোকাবেলা করছে, তা চীন ‘সম্পূর্ণরূপে’ বুঝতে পারছে।

“সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে তাদের প্রত্যাবাসন চীনের পক্ষ থেকে মূল দায়িত্ব। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।”

গত মাসে মিয়ানমারে অনুষ্ঠিত আসেম সম্মেলনে রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রী যে তিন দফা প্রস্তাব করেন, তাতে সমর্থন করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।

নে পিদোতে ওই সম্মেলন চলাকালেই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্মতিপত্র সইয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার এগিয়ে গেছে দেখে আমরা খুশি।”

দুই দেশের আলোচনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘সহায়ক পরিবেশ’ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি।