ত্রাণ ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে হবে: রাষ্ট্রপতি

বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে যাতে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 02:17 PM
Updated : 16 August 2017, 03:28 PM

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে তাকে এই আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

দেশের ২২ জেলা এখন বন্যার কবলে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৩ লাখ ২৭ হাজার। বন্যায় ইতোমধ্যে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে।

সরকারপ্রধান শেখ হাসিনা সার্বিক বন্যা পরিস্থিতি রাষ্ট্রপ্রধানকে জানান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া দেশে সার্বিক পরিস্থিতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অব্যাহতি করেন।”

প্রধানমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত খাদ্য শস্যের মজুদ রয়েছে। 

প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা।

বন্যায় ঘর ডুবেছে, মালামাল নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে দিনাজপুরের মানুষ

রাষ্ট্রপতি বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন।

“রাষ্ট্রপতি বলেছেন, ত্রাণ সামগ্রী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে,” বলেন প্রেস সচিব।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন ও প্রেস সচিব জয়নাল আবেদীন এসময় উপস্থিত ছিলেন।