পূর্ণ জিপিএতে ঢাকা শীর্ষে, পাসে যশোর

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের দিক থেকে এগিয়ে রয়েছে যশোর বোর্ড। আর সবচেয়ে কম পাস করেছেন কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 08:41 AM
Updated : 18 August 2016, 10:43 AM

এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৮৩ দশমিক ৪২ শতাংশ পাসের হার নিয়ে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে যশোর বোর্ড। সবচেয়ে কম ৬৪ দশমিক ৪৯ শতাংশ পাসের হার কুমিল্লা বোর্ডে।

বোর্ড

পাশের হার (%)

জিপিএ-৫

ঢাকা

৭৩.৫৩

২৮,১১০

রাজশাহী

৭৫.৪০

৬,০৭৩

কুমিল্লা

৬৪.৪৯

১,৯১২

যশোর

৮৩.৪২

৪,৫৮৬

চট্টগ্রাম

৬৪.৬০

২,২৫৩

বরিশাল

৭০.১৩

৭৮৭

সিলেট

৬৮.৫৯

১,৩৩০

দিনাজপুর

৭০.৬৪

৩,৮৯৯

মাদ্রাসা

৮৮.১৯

২৪১৪

কারিগরি

৮৪.৫৭

৬,৫৮৭

ডিআইবিএস (ঢাকা)

৮১.৪৬

৩২৫

মোট

৭৪.৭০

৫৮,২৭৬

৭৫ দশমিক ৪০ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বোর্ড এবং ৭৩ দশমিক ৫৩ শতাংশ নিয়ে ঢাকা বোর্ডের অবস্থান তৃতীয়।

চতুর্থ অবস্থানে থাকা দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৬৪, ৭০ দশমিক ১৩ শতাংশ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে বরিশাল বোর্ড, পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ নিয়ে ষষ্ঠ অবস্থানে সিলেট বোর্ড এবং সপ্তম স্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে পাসের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড, ৮৮ হাজার ১৯ শতাংশ। এরপরই কারিগরি বোর্ডের বোর্ডে ৮৪ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এছাড়া ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) পাসের হার ৮১ দশমিক ৪৬ শতাংশ।

জিপিএ-৫

আট সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডে পূর্ণ জিপিএ পেয়েছেন ২৮ হাজার ১১০ জন।

এরপরই যশোর বোর্ডের শিক্ষার্থীদের অবস্থান। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫৮৬ জন।

৩ হাজার ৮৯৯ জন জিপিএ-৫ পেয়েছেন দিনাজপুর বোর্ডে।

এছাড়া চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ২৫৩, কুমিল্লায় এক হাজার ৯১২, সিলেটে এক হাজার ৩৩০ এবং বরিশালে ৭৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৪১৪ জন এবং কারিগরি বোর্ডে ছয় হাজার ৫৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

ডিআইবিএসে জিপিএ-৫ পেয়েছেন ৩২৫ জন।