অগাস্ট মাসের শেষ দিনগুলোতেও বৃষ্টি হতে পারে বিরতি দিয়ে।
Published : 18 Aug 2024, 04:57 PM
উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে যে বৃষ্টি ঝরছে, তা চলবে মঙ্গলবার পর্যন্ত।
এছাড়া সারা মাস জুড়েই এ ধরনের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রোববার এবং আগামী দুইদিন বৃষ্টি থাকবে। এছাড়া অগাস্ট মাসের শেষের দিনগুলোতেও বৃষ্টি হতে পারে বিরতি দিয়ে।
বোরবার সকাল ৯টা থেকে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।
এ সময়ে সারা দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে।
এছাড়া ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫, যা সবোর্চ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা ব্রজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বৃষ্টিপাতের পরিমাণ
বোরবার ঢাকার আকাশ মেঘলা। শনিবারও দিনভর একই ধরনের আবহাওয়া বিরাজ করেছে। রোববার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় সবোর্চ্চ বৃষ্টিপাত হয়েছে ৪৪ মিলিমিটার ও দেশের সবোর্চ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কক্সবাজারে।
এছাড়া কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার, সীতাকুণ্ডে ১০৮ মিলিমিটার, রাঙামাটিতে ৮৩ মিলিমিটার, খেপুপাড়ায় ৭০ মিলিমিটার, সন্দীপে ৬৯ মিলিমিটার, ফেনিতে ৪৭ মিলিমিটার, কুমিল্লায় ৪৬ মিলিমিটার, চাঁদপুরে ৪৪ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৪৪ মিলিমিটার, নারায়নগঞ্জে ৩৭ মিলিমিটার, চট্টগ্রামে ৩০ মিলিমিটার সহ প্রায় সারাদেশেই কমবেশি বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস।
তবে বৃষ্টিপাত না হওয়ায় শনিবার দিনাজপুরে দেশের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।