“বৃহস্পতিবার আমরা প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু করব।… দিনক্ষণটা আলোচনার পরে জানানো যাবে।”
Published : 09 Oct 2024, 07:44 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনটি আবার চালু করার পর্যায়ে চলে এসেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
বুধবার সন্ধায় ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান সরকার দ্রুততম সময়ে মিরপুর ১০ নম্বর স্টেশনটি চালু করার ঘোষণা দিয়েছে। তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কাজীপাড়া চালু করেছি। এখন দেখতে হবে যে এই লাইন দিয়ে তো মেট্রোরেল চলছে, এই স্টেশনটি লাইনের সঙ্গে মিল আছে কি না সেটা দেখতে হবে।”
মিরপুর ১০ নম্বর স্টেশনের কাজও শেষ দিকে জানিয়ে তিনি বলেন, “কাল বৃহস্পতিবার ১০ অক্টোবর আমরা প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু করব। তারপর তা উপদেষ্টা মহোদয়, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়কে জানাব, কালকেই। জানানোর পর আশা করি খুব দ্রুতই চালু হবে। দিনক্ষণটা আলোচনার পরে জানানো যাবে।”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জুলাই বিকালে বন্ধ হয়ে যায় মেট্রোরেল। পরদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা চালানো হয় পল্লবী ও ১১ নম্বর স্টেশনে। এরপর থেকেই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর ২৫ অগাস্ট মেট্রোরেল চালু করা হলেও ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালু করা যাচ্ছিল না। মেরামত শেষে প্রথমে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয় কাজীপাড়া।
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। এরপর ধাপে ধাপে এমআরটি-৬ লাইনের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোই খুলে দেওয়া হয়।