প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন তিন বাহিনী থেকে চার সদস্যের প্রতিনিধি দল।
Published : 15 Sep 2024, 06:42 PM
চাকরিতে পুনর্বহালের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছেন চাকরি হারানো সশস্ত্র বাহিনীর সদস্যরা, যারা গত ১৫ বছরের বিভিন্ন সময়ে সরকারের রোষানলে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
রোববার দুপুর ১টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন তিন বাহিনী থেকে চার সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদ্ষ্টোর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ।
চাকরি ফেরত চাওয়া তিন শতাধিক সৈনিকদের পক্ষে স্মারকলিপি দেওয়ার বিষয়ে প্রধান সমন্বয়ক মো. নাইমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তিন বাহিনী থেকে তিনজন ও একজন প্রধান সমন্বয়কসহ মোট চারজন প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে। প্রধান উপদ্ষ্টোর পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহন করে মানবিক দিকটি বিবেচনা করে দেখা হবে বলে আমাদের জানানো হয়েছে।”
তিনি বলেন, “আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব। আশা করছি, শিগগির একটা ফিডব্যাক পাব।”
স্মারকলিপিতে বলা হয়েছে, মিথ্যা অভিযোগ এনে পর্যাপ্ত প্রমাণাদি ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। অনৈতিক কোনো কাজের প্রতিবাদসহ পারিবারিক-রাজনৈতিক কারণেও কাউকে কাউকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে।
চাকরিচ্যুতির দিন থেকে পূর্ণাঙ্গ বেতন-ভাতাসহ দায়িত্বে পুনর্বহাল চেয়ে তারা তিন দফা দাবি রেখেছেন প্রধান উপদেষ্টার কাছে।
গত ৮ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মাববন্ধন করে বিগত সরকারের আমলে চাকরিচ্যুত হওয়ায় বকেয়া বেতন-ভাতাসহ চাকরি পুনর্বহালের দাবি তোলেন ৫০ জনের বেশি চাকরিচ্যুত সেনাসদস্য।
‘সহযোদ্ধা’ নামে চাকরিচ্যুত সেনাসদস্যদের একটি প্ল্যাটফর্মের ব্যানারে সেদিন কারও চাকরি পুনর্বহাল করা সম্ভব না হলে তাকে সরকারি সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করা এবং যে বিচার ব্যবস্থায় চাকরিচ্যুত করা হয়েছে, সেটির সংস্কার করার দাবিও তোলা হয়।