এক দফা জিজ্ঞাসাবাদ শেষে আবারও তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
Published : 21 Sep 2024, 06:07 PM
কোটা আন্দোলনের মধ্যে ঢাকার মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে আবারও জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
তিন দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিব তার আরও দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন জর্জকে জিজ্ঞাসাবাদে আরও পাঁচ দিন হেফাজতে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি করেন এসি প্রসিকিউশনের এএসপি মো. নূরুল মুত্তাকিন। আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান। শুনানি নিয়ে পরে আদেশ দেন বিচারক।
জর্জকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, “সেলিম আলতাফ জর্জকে তিন দিন জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে।…জিজ্ঞাসাবাদে তিনি অনেক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”
আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, “…এ মামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শুধু হয়রানির জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। তার রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করছি।”
হত্যা মামলায় রিমান্ডে সাবেক এমপি জর্জ, শুনানিতে বিশৃঙ্খলা
উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক জর্জের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক মো. রনি। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর ১৭ সেপ্টেম্বর রাতে লালমাটিয়া এলাকা থেকে জর্জকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।