নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান বলেন, বিষয়টি নিয়ে একটা ভুল তথ্য ছড়ানো হয়েছে, মানুষকে ভুল ধারণা দেওয়া হয়েছে।
Published : 22 Apr 2025, 07:46 PM
ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা ঠিক নয়।
একটি প্রকল্পের আওতায় ওই স্মৃতিসৌধের আধুনিকায়ন হচ্ছে বলে জানিয়েছে স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণকারী গণপূর্ত অধিদপ্তর।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে, এমন কিছু পোস্ট দুইদিন ধরেই ফেইসবুকে ছড়াচ্ছে। অনেকে ‘ভাঙা’ স্মৃতিসৌধের সামনে দাাঁড়িয়ে ফেইসবুকে লাইভও দেন। এরপরই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
মিরপুরে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে তার কাছেও অনেকে ফোন করে জানতে চেয়েছেন।
রাশেদ আহসান বলেন, ‘ঢাকাস্থ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন’ নামের একটি প্রকল্পের আওতায় একটি দুই তলা মাল্টিপারপাস ভবন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মূল স্মৃতিসৌধের জরাজীর্ণ ইটের গাঁথুনি পরিবর্তন, সামনের প্লাজার জরাজীর্ণ পেভমেন্টের ইট এবং টাইলসের পরিবর্তন করা হবে।
“এতে স্মৃতিসৌধের মূল নকশার কোনো পরিবর্তন করা হবে না। বর্তমান যে নকশা আছে তাতেই স্মৃতিসৌধের আধুনিকায়ন করা হবে।”
তিনি বলেন, “বিষয়টি নিয়ে একটা ভুল তথ্য ছড়ানো হয়েছে, মানুষকে ভুল ধারণা দেওয়া হয়েছে। মূলত ব্যবহারজনিত কারণে স্মৃতিসৌধ, সামনের প্লাজার সিরামিকের ইট নষ্ট হয়ে গেছে। এ কারণে সৌধের সিরামিকের ইটগুলো সরিয়ে নতুন ইট বসানো হবে। কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে পানি জমে যায়। এ কারণে চারপাশে ড্রেন করতে হবে, এই ড্রেন থেকে আবার প্লাজা কিছুটা উঁচু করতে হবে।
“একটা মাল্টিপারপাস ভবন নির্মাণ হচ্ছে, যেখানে একটা লাইব্রেরি কাম রেস্ট রুম থাকবে। যখন প্রোগ্রাম হয় তখন মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন। উনাদের রেস্ট নেওয়া, ফ্রেশ হওয়ার জন্যই ওই রুমটা ব্যবহার করতে পারবেন।”
রাশেদ আহসান বলেছেন, এই প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছরের নভেম্বর মাসে, আগামী জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে। ১১ কোটি ৭৩ লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে কুশলী নির্মাতা লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
সরকারের তথ্য অধিদফতরও (পিআইডি) বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলার বিষয়টিকে অসত্য ও গুজব বলে বর্ণনা করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে বলে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে লিখেছে পিআইডি। তথ্য বিবরণীতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণপূর্ত অধিদপ্তরের সংস্কার কাজ চলছে। মহান মুক্তিযুদ্ধের স্মারক এই স্মৃতিসৌধটি ভেঙে ফেলার তথ্য সঠিক নয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুরে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ১৯৭২ সালের ২২ ডিসেম্বর এই সৌধের ফলক উন্মোচন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। এটির স্থপতি ছিলেন মোস্তফা হারুন কুদ্দুস হিলি।