খাদিজাতুল আনোয়ার নির্বাচনি হলফনামায় তার ব্যাংক ঋণ থাকার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করা হয়।
Published : 18 Feb 2024, 02:57 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের সিআইবি রিপোর্ট তলব করেছে হাই কোর্ট।
নির্বাচনে ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীবের একক বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও হামিদুল মিসবাহ।
অ্যাডভোকেট হামিদুল মিসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাদিজাতুল আনোয়ার নির্বাচনে হলফনামায় তার ব্যাংক ঋণ থাকার কথা গোপন করেছেন। বাংলাদেশ ব্যাংককে তার সিআইবি রিপোর্ট আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে তার হলফনামাসহ নির্বাচন কমিশনে দাখিল করা যাবতীয় নথি দাখিল করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।“
দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারের সংসদ সদস্য পদ বাতিল ও পুনর্নির্বাচনের জন্য হাই কোর্টে নির্বাচনী মামলা দায়ের করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।
সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে।