মামলার এজাহারে তার ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেনের তথ্য রয়েছে।
Published : 19 Dec 2024, 07:04 PM
অসাধু উপায়ে ২৫ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে বৃহস্পতিবার সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এই মামলা করেন বলে তথ্য দিয়েছেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
মামলার এজাহারে তার ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেনের তথ্য রয়েছে। বর্তমানে জমা রয়েছে ৩ কোটি ৯৬ লাখ টাকা।
দুদক বলছে, এই বিপুল টাকার লেনদেন সন্দেহজনক, যা খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে’ অর্জিত। এই টাকা ‘বৈধ করতে বা উৎস আড়াল করতে’ তার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেন করেছেন।
সাধন চন্দ্র মজুমদার ২০০৮ সাল থেকে টানা চার দফা জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৯ থেকে ২০২৪ সালের অগাস্ট পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে অনুসন্ধানে ধানমন্ডিতে কনকর্ড তরুলতায় ৪ হাজার ৪৭৫ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ঢাকার উত্তরায় ৫ কাঠা জমির খোঁজ পেয়েছে দুদক। এ ছাড়া তার নামে ব্যবসার মূলধন, গাড়ি, এফডিআর, স্বর্ণালংকার, আসবাবপত্র, ব্যাংক ও নগদ মূলধনসহ ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার অস্থাবর সম্পদের তথ্যও রয়েছে দুদকের হাতে।