“শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচারে স্পেশাল ট্রাইব্যুনাল হচ্ছে।”
Published : 13 Mar 2025, 05:31 PM
মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচারকাজ আগামী ‘সাত দিনের’ মধ্যে শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, “আজই পোস্ট মর্টেম প্রতিবেদন মিলবে। ডিএনএ প্রতিবেদনের একটা প্রক্রিয়া থাকে। আশা করছি, আগামী ৫ দিনের মধ্যে তা পেয়ে যাব।
“এরই মধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দিও নেওয়া হয়েছে ১২-১৩ জনের । আমরা আশা করছি, সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে।”
উপদেষ্টা বলেন, “আপনারা জানেন, ধর্ষণের মামলায় অতীতে বিচার শুরু হয়ে সাত-আট দিনের মধ্যে বিচার শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে।”
“সাত দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারকরা, ওনারা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করেই রায় দিতে পারবেন।”
আসিফ নজরুল বলেন, “ধর্ষণ একটি ব্যক্তি পর্যায়ের অপরাধ। আমরা নিশ্চিত করতে চাই এখানে আমাদের বিন্দুমাত্র অবহেলা নাই।“
গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ।
শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ৮ মার্চ নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখানে বৃহস্পতিবার দুপুরে মারা যায় শিশুটি।
আইন উপদেষ্টা বলেন, “আজ এই মর্মান্তিক খবর পাওয়ার পর চিকিৎসকরা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে দ্রুত সময়ে পোস্ট মোর্টেম করার সিদ্ধান্ত নিয়েছেন।
“আমাদের মন দুঃখে ভরে আছে। আমাদের কর্মে কোনো রকম অবহেলা হবে না।”
আসিফ নজরুল বলেন, “নতুন আইনের প্রাথমিক ড্রাফট হয়েছে। আপনারা জানেন, স্টেক হোল্ডারদের সঙ্গে কনসালটেশন করতে হয়।”
“আমরা আশা করছি, আগামী রোববার, খুব দেরি হলে সোমবার আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব।”
তিনি বলেন, “নতুন আইনে শুধু একটা বিষয় অ্যাড করতে চাই। শিশু ধর্ষণ ও বলাৎকারের দ্রুত বিচার নিশ্চিতে আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান নতুন আইনে থাকবে।
“এ ট্রাইব্যুনালের কাজ হবে শুধু শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনা দ্রুত বিচার করা। যেন রাষ্ট্রের সর্বোচ্চ মনোযোগ দেওয়া যায়।”
সংবাদকর্মীদের উদ্দেশ করে উপদেষ্টা বলেন, “এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য আমরা বরদাশত করব না।
“আমাদের ভুলত্রুটি থাকলে বলবেন। অবশ্যই আমরা রেসপন্স করব, জবাবদিহিতা নিশ্চিত করব। আপনাদের নিশ্চিত করতে চাই, এখন পর্যন্ত আমাদের কোনো ভুল নাই এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল হলে কারেক্ট করার জন্য।”