“ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এমএসএমইর গুরুত্ব তুলে ধরছে সম্মেলনটি, ফলে এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ,” বলেন উপ প্রেস সচিব।
Published : 17 Dec 2024, 09:11 PM
উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ‘ডেভেলপিং-৮’ বা ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে কায়রোতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ঢাকা থেকে মঙ্গলবার রাত ১টায় তার রওনা হওয়ার কথা রয়েছে বলে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।
এদিন ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ বলেন, সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন।
সম্মেলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এমএসএমইর গুরুত্ব তুলে ধরছে। এ কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
“আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে তিনি (প্রধান উপদেষ্টা) সেখানে যাচ্ছেন। এমএসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো সেখানে আলোচনা হবে।”
মিশরের কায়রোতে এবারের ১১তম ডি-৮ সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো'স ইকোনমি’।
সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করে আন্তর্জাতিক এ সংস্থাটি। বাংলাদেশ ছাড়াও এর মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এর সদস্য।