আরও কয়েকজনের নিষেধাজ্ঞার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
Published : 12 Dec 2024, 08:19 PM
ভেঙে দেওয়া দ্বাদশ সংসদের ৫ সদস্য এবং তাদের স্ত্রী ও সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
একাধিক সাবেক সংসদ সদস্য, তাদের পরিবারের ও ঘনিষ্ঠদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির প্রস্তাবেও সায় দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা হলেন: ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তার স্ত্রী জাহানারা আরজু, মেয়ে লাবিবা ফাইরুজ চৌধুরী; ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরী; হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির, তার স্ত্রী আলেয়া আক্তার, ছেলে মো. ইফাত জামিল; নোয়াখালী -১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, তার স্ত্রী মমতাজ মনু, মেয়ে সামিয়া ইব্রাহীম ও ছেলে মোহাম্মদ ইসমাইল এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এই সাবেক সংসদ সদস্যদের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।
যাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে তারা হলেন সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, দুই পুত্র সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ার, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তার পালিত কন্যা সুমাইয়া, ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) ফররুখ মজিদ মাহমুদ কিরণ ও কিরণের স্ত্রী রাফেজা মজিদ, হোটেল রিজেন্সির ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুন।
এদের মধ্যে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাসনিম বাহার সূচনা।
দুদকের ডিজি আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন।
সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহি, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম ও তার স্ত্রী মহমিনা আক্তার, লিয়াকত আলী লাকীসহ যাদের বিরুদ্ধে শিল্পকলায় নিয়োগ দুর্নীতির অভিযোগে দুদক মামলা করেছে, সেই ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির আবেদনেও সায় দিয়েছে কমিশন।