আগামী ১২ অক্টোবরও মেয়র জাহাঙ্গীরকে আপিল বিভাগে হাজির থাকতে হবে।
Published : 24 Aug 2023, 02:00 PM
এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার ঘটনায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
গত ৩ অগাস্ট সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শফিক রায়হান শাওন ও মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী।
আবেদনকারীদের পক্ষে বৃহস্পতিবার শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। মেয়রের পক্ষে ছিলেন রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের পরবর্তী শুনানির জন্য ১২ অক্টোবর তারিখ রাখে আপিল বিভাগ। ওইদিনও মেয়র জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে হবে।
ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় গত ২ অগাস্ট খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।
বিচারপতিকে নিয়ে মন্তব্য, দিনাজপুরের মেয়রকে তলব
ওই রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন। ওই সমাবেশে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে রিট মামলা হলে মেয়রকে তলব করেছেন আপিল বিভাগ। ২৪ অগাস্ট তাকে আপিল বিভাগে হাজির হতে বলা হয়।
আপিল বিভাগে বিচারাধীন বিষয় নিয়ে ‘বিরূপ মন্তব্য করায়’ তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শানোর আদেশ দেয় সর্বোচ্চ আদালত।
সে অনুযায়ী বৃহস্পতিবার আপিল বিভাগে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের একজন বিচারককে নিয়ে ওই মন্তব্যের জন্য তিনি ‘অনুতপ্ত’।