ইউনূসকে একের পর এক মামলা দিয়ে ‘হয়রানি’ করা হচ্ছে; তা বন্ধ করা উচিত বলে মনে করেন এ আইনজীবী নেতা।
Published : 12 Jun 2024, 05:17 PM
অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় বুধবার সুপ্রিম কোর্ট অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেন বুধবার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। এ সময় অন্যদের সঙ্গে ইউনূসও লোহার খাঁচার ভেতর ছিলেন।
এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গত ১ জানুয়ারি ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। ওই রায়ের বিরুদ্ধে শ্রম আপিল আদালতে আপিল করেছেন ইউনূস।
তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সরকারের দিকে ইংগিত করে ইউনূস বলে আসছেন, তিনি ‘হয়রানির’ শিকার।
এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের সামনে আসেন।
বুধবারও আদালত থেকে বেরিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, এই বিচারের আয়োজন হয়েছে তাকে ‘হয়রানি’ করার জন্য।
তিনি সাংবাদিকদের বলেন, “মানি লন্ডারিং, আত্মসাৎ, প্রতারণা এ জিনিসগুলোর সাথে আমি কোনোদিন যুক্ত আছি জানি না। আমি এগুলো শিখি নাই, করি নাই কোনোদিন। কাজেই হঠাৎ করে প্রকাণ্ড এই শব্দ আমার উপর আরোপ করা হচ্ছে।”
ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় মাহবুব উদ্দিন খোকন বলেন, aড. মুহাম্মদ ইউনূস সারা বিশ্বেই সম্মানিত মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশের মিউজিয়ামে ইউনূসের নাম আছে। সম্প্রতি তিনি একটি দ্বীপরাষ্ট্রে গিয়ে সেখানকার জাদুঘরে ইউনূসের নাম লেখা দেখতে পেয়েছেন।
ইউনূসকে একের পর এক মামলা দিয়ে ‘হয়রানি’ করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, “এতে বাংলাদেশের ইমেজের ক্ষতি হচ্ছে।”
অ্যাডভোকেট খোকন মনে করেন, নোবেল পুরস্কার পাওয়াই মুহাম্মদ ইউনূসের অপরাধ।
তিনি অবিলম্বে ইউনূসের এই ‘হয়রানি’ বন্ধ করার দাবি জানান।
কীসের বিচার হবে, ‘বুঝতে পারছেন না’ ইউনূস