হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানো হলেও কিছুক্ষণ পর নবজাতকটিও মারা যায়।
Published : 28 Aug 2024, 08:38 PM
ঢাকার যাত্রাবাড়ীর এক অন্তঃসত্ত্বা নারী খুন হয়েছে দুর্বৃত্তের ছুরিতে।
মঙ্গলবার যাত্রাবাড়ীর শহীদ জিয়া স্কুলের পেছনের এক বাসায় ঢুকে সিমা আক্তার (২২) নামের ওই নারীকে ছুরি মারা হয় বলে জানিয়েছে পুলিশ।
ওইদিন সন্ধ্যার পর সিমাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি তাকে; বুধবার বিকালে তার মৃত্যু হয়।
সাত মাসের ওই অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানো হলেও কিছুক্ষণ পর নবজাতকটিও মারা যায়।
সিমা আক্তারের ভাই মো. নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফল বিক্রেতা স্বামী এবং চার বছরের এক ছেলেকে নিয়ে শহীদ জিয়া স্কুলের পেছনে জাপানি বিল্ডিংয়ের নিচ তলার বাসায় ভাড়া থাকতেন সিমা।
“বোনের বাসার কাছাকাছি বাবার বাসা। বিকালের দিকে সিমা ওই বাসায় বেড়াতে যান। সন্ধ্যার পরপরই সেখানে হঠাৎ এক দুর্বৃত্ত ঢুকে সিমাকে এলাপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়।”
এসময় বাসায় কয়েকজন স্বজন ছিল জানিয়ে নাসির বলেন, “সিমা ওই সময় ‘পেটে বাবু আছে মাইর না’ বলে চিৎকার করছিল। তার চিৎকারে স্বজনরা ছুটে আসার আগেই দুর্বৃত্ত পালিয়ে যায়। কেউ তাকে চিনতে পারেনি।”
ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান নাসির।
“ঘটনার পর খবর পেয়ে রাতেই যাত্রবাড়ী থানা থেকে সাদা পোশাকের দুই পুলিশ সদস্য এসে ঘটনাস্থল দেখে গেছেন, এরপর আর কোনো পুলিশ যোগাযোগ করেনি,” বলেন সিমার ভাই।
এ ব্যাপারে জানতে যাত্রবাড়ী থানায় যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সিমা ও তার নবজাতকের মরদেহ মর্গে রয়েছে।
সিমার ভাই নাসির জানান, বৃহস্পতিবার ময়না তদন্ত হবে। এরপর হাসপাতাল থেকে কাগজ পেয়ে থানায় মামলা করবেন তারা।