ঢাকার বনানী থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয় দশম জাতীয় সংসদের চিফ হুইপ ফিরোজকে।
Published : 24 Aug 2024, 10:29 PM
ঢাকার ভাটারা থানার একটি হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনে শনিবার ঢাকার মহানগর হাকিম মো. জসিম তার রিমান্ডের আদেশ দিয়েছেন।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ফিরোজকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক সাত দিন মঞ্জুর করেন বলে প্রসিকিউশন পুলিশের পরিদশর্ক আসাদুজ্জামান জানান।
কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে ভাটারা থানা এলাকার ফরাজী হাসপাতালের সামনে গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় সরকারপতনের পর ২০ অগাস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ঢাকার বনানী এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্যকে।
ফিরোজ দশম জাতীয় সংসদে চিফ হুইপ ছিলেন। তিনি আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও জয় পান।
১৯৭৯ সালে দ্বিতীয় সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পটুয়াখালী-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন তিনি।
আ স ম ফিরোজ ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ১৯৬৯-১৯৭০ সালে বিএম কলেজের ছাত্র সংসদের (বাকসু) ভিপি নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
গত ৫ অগাস্ট প্রবল গণআন্দোলনের মধ্যে পতন ঘটা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর হত্যা মামলা দায়ের করা হচ্ছে সারা দেশে। সরকার পতনের পর শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ অনেকে গ্রেপ্তারও হয়েছেন। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ।
আরও পড়ুন-