রাতে বাসায় ফেরার সময় ছিনতাইয়ের শিকার হন এক ডেকোরেটর মালিক।
Published : 03 Jul 2024, 12:59 AM
রাজধানীর মোহাম্মদপুরে সড়কে ছিনতাইকালে ধাওয়া করে চাপাতিসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ, পালিয়েছেন আরেকজন।
মঙ্গলবার রাত ১২টার দিকে নূরজাহান রোডে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি মো. মাহফুজুল হক ভূঁইয়া বলেন, পালিয়ে যাওয়া অপর কিশোরকে ধরতে কাজ শুরু করেছে পুলিশ।
বাসায় ফেরার পথে সাত মসজিদ রোডের একটি ডেকোরেটরের মালিক কামাল হোসেন এবং তার এক কর্মচারী বাসায় ফেরার সময় ছিনতাইয়ের শিকার হন।
কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় এ দুইজন গলায় চাপাতি ধরে নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
"ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় আমরা রাস্তা দিয়ে যাওয়া একটি বাইক ও অটোরিকশা নিয়ে ওদের পিছু নেই। তারা দুজন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে নুরজাহান রোডে পুলিশের গাড়ির সামনে পড়ে। এসময় কয়েকজন তাদের ধরে ফেলে।"
ঘটনাস্থলে থাকা মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল বলেন, টহল পুলিশের একটি গাড়ি নুরজাহান রোডে টহলে ছিল। এ সময় তিনিও ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তখন চাপাতিসহ দৌড়াতে দেখে ওদের একজনকে আটক করা হয়।