নিহত রমজান আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মারধরসহ একাধিক মামলা রয়েছে, বলেছেন সবুজবাগ থানার ওসি।
Published : 31 Oct 2024, 12:05 AM
রাজধানীর সবুজবাগ এলাকায় একজনকে প্রকাশ্যে পিটিয়ে ও মাথা থেঁতলে দিয়ে হত্যা করেছে একদল মানুষ।
নিহত ব্যক্তির নাম রমজান আলী। তার বয়স আনুমানিক ৩৫ বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে সবুজবাগ থানাধীন এলাকার বাইকদিয়ায় এলাকায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী।
রমজান আলী একজন ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ উল্লেখ করে ওসি বলেন, “বিকেল ৫টার দিকে বাইকদিয়া এলাকায় ‘ডাকাত ঢুকেছে’ বলে স্থানীয়রা লোকজন চিৎকার করলে অনেকেই জড়ো হয়ে রমজানকে ধরে ফেলে। পরে তাকে পিটিয়ে, মাথা থেঁতলে হত্যা করা হয়।”
পুলিশ জানতে পেরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।
ওসি ইয়াসিন বলেন, “দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন তার উপর ক্ষুব্ধ ছিল।”
সবুজবাগ থানা এলাকার ওয়াহাব কলোনিতে পরিবার নিয়ে থাকতেন রমজান আলী।
তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মারধরসহ একাধিক মামলা রয়েছে বলে ওসির ভাষ্য।