মেয়র জানিয়েছেন, ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে।
Published : 27 Jun 2023, 07:14 PM
কোরবানির ঈদের দিন যে ওয়ার্ড আগে বর্জ্যমুক্ত হবে সেই ওয়ার্ডকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার উত্তরার দিয়াবাড়িতে কোরবানির পশুর হাট পরিদর্শন গিয়ে মেয়র বলেন, ঈদের দিন ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
“ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। যে ওয়ার্ড আগে বর্জ্য পরিষ্কার করবে সে ওয়ার্ডকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।”
মেয়র আতিকুল ইসাম বলেন, গতবছর দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এবারও এ কাজে সবার সহযোগিতা চান তিনি।
“নগরবাসীর সহযোগিতায় দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। আমি এবছরও নগরবাসীর সহযোগিতা চাই। বর্জ্য অপসারণে ডিএনসিসির প্রায় ১১ হাজার কর্মী কাজ করবে। কাউন্সিলরদের মাধ্যমে পলি ব্যাগ, ব্লিচিং পাওডার ও স্যাভলন বিতরণ করা হয়েছে। আমি নগরবাসীকে আহ্বান জানাচ্ছি, নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে আপনারাও সহায়তা করুন।”
মেয়র বলেন, কোরবানির হাটের ইজারাদারদের হাটের বর্জ্য পরিষ্কার বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। তারা তা পালন না করলে ব্যবস্থা নেওয়া হবে।
“যেসব শর্ত দেয়া হয়েছে ইজারাদারদের সেগুলো পালন করতে হবে। গতবছর শর্ত ভঙ্গ করায় জরিমানা করেছিলাম। এবছরও কোনো শর্ত ভঙ্গ করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের জমাকৃত অর্থ বাজেয়াপ্তও করা হবে।”
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এবং কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।