শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে ওই তরুণীকে।
Published : 20 Jun 2024, 11:56 PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে অ্যাপ্রন পরে ঘোরাঘুরি করা এক তরুণীকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার আটক হওয়া এ তরুণী একজন রোগীকে দেখতে এসেছেন বলে জানালেও ওই নামে কোনো রোগী গাইনি ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান বলেন, গাইনি বিভাগের চিকিৎসকরা ওই তরুণীর সঙ্গে কথা বলে নিশ্চিত করেন তিনি হাসপাতালের কেউ নন। তবুও অ্যাপ্রন পরে কেন এসেছেন সেই প্রশ্নের জবাবও দিতে পারেননি ওই তরুণী। রিপা আক্তার নামে কামরাঙ্গীচর সেকশন এলাকায় বসবাসকারী এ তরুণীকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
পরে আনুমানিক ২৫ বছর বয়সী এ নারীকে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।
চলতি মাসে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে এক দিনমজুরের নবজাতক কন্যা সন্তান চুরি যাওয়ার মধ্যে এ তরুণীকে আটকের ঘটনা ঘটল।
এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ঢাকা মেডিকেল থেকে আটক হন মুনিয়া আফরোজ নামে এক তরুণী। তিনি নীলক্ষেত থেকে পরিচয়পত্র বানিয়ে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে বসে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। রোগী দেখার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও করছিলেন তিনি। তার বিভিন্ন ভিডিও, সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এদিনের ঘটনায় আনসারের প্লাটুন কমান্ডার মিজানুর বলেন, ওই তরুণীকে আটক করার পর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।
ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আটক মেয়েটি তার এক বন্ধু মামুনের কাছে এসেছেন। মামুনের মা সেখানে ভর্তি রয়েছেন বলে আনসার সদস্যদের জানান। ওই নামে ওয়ার্ডে কেউ নেই। তিনি যে বন্ধুর নাম বলছেন, তার মোবাইল নম্বরও বন্ধ। পরে রাত ৮টার দিকে ওই তরুণীকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে যাচাই-বাছাই চলছে।