“যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে, তাদের বিষয়টি বিবেচনা আনা হয়নি,” বলছে পুলিশ সদর দপ্তর।
Published : 09 Feb 2025, 12:27 AM
আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন অভিযোগে চাকরি হারানো পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদের বাহিনীতে পুর্নবহাল করা হচ্ছে।
সরকারের পালাবদলের পর চাকরি ফিরে পেতে দেড় হাজারের বেশি আবেদনকারী পুলিশ সদস্য বিভাগীয় ট্রাইব্যুনালে আবেদন করেন। সেখানে জয়ীরা ধাপে ধাপে চাকরি ফিরে পাচ্ছেন বলে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকুরীতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
তবে এখন পর্যন্ত কতজন চাকরি ফিরে পেয়েছেন বা পাচ্ছেন সেই তথ্য দিতে পারেননি তিনি।
আওয়ামী সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন সদর দপ্তরে জমা পার তথ্য দিয়েছেন তিনি।
এর মধ্যে ১০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর ও ২৮ জন ‘নন-পুলিশ’ সদস্য রয়েছেন।
চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই করে তাদের আবেদন গ্রহণের কথা শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
এসব আবেদন পর্যালোচনার জন্য ২০২৪ সালের অগাস্ট একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। সেই কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিয়েছে।
পুলিশ সদর দপ্তর বিজ্ঞপ্তিতে বলেছে, “যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
“তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি বা যারা বরখাস্ত, অপসারণ আদেশের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়টি আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি। আবার যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে, তাদের বিষয়টিও বিবেচনা আনেনি পুলিশ সদর দপ্তর।”
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ সদর দপ্তর আন্তরিকভাবে কাজ করছে। এজন্য তাদের শৃঙ্খলা পরিপন্থি আচরণ না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি হারানো এসব পুলিশ সদস্য বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
গেল বছরের ১৮ অগাস্ট চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।
তাদের ভাষ্য, ‘সামান্য কারণে’ বিভাগীয় মামলা, বেআইনি আদেশ না শোনা, ডোপ টেস্টের নামে ফাঁদ, ছুটির জন্য তর্ক করাসহ নানা কারণে গত ১৫ বছরে চাকরিচ্যুত করা হয়েছে হাজারো পুলিশ সদস্যকে।
নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল করার দাবিও জানান তারা।
পরে আইজিপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি পূরণ না হওয়ায় আবারও পথে নামেন বিভিন্ন পদের চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। গত ২৯ জানুয়ারিও তারা সড়কে অবস্থান নেন। পরে তারা সচিবালয়েও যান।
[সংশোধিত]
আরও পড়ুন-