২০১০ সালের ২৭ এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দিলে টিভি স্টেশনটি বন্ধ হয়ে যায়।
Published : 24 Feb 2025, 01:26 PM
বেসরকারি টিভি স্টেশন ‘চ্যানেল ওয়ান’র সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত বহাল রেখে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা স্থগিত করেছে আপিল বিভাগ।
সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
এর ফলে দেড় দশক আগে বন্ধ করে দেওয়া এই বেসরকারি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
চ্যানেল ওয়ানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মারুফ ইব্রাহিম আকাশ।
পরে রুহুল কুদ্দুস কাজল বলেন, “আপিল বিভাগ আজ লিভ গ্র্যান্ট করে চ্যানেল ওয়ান বন্ধে বিটিআরসির নোটিসের কার্যকারিতা স্থগিত করে আদেশে দিয়েছেন। এই আদেশের ফলে ‘চ্যানেল ওয়ান’র সম্প্রচারে আসতে বাধা নেই।”
২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তৎকালীন আওয়ামী লীগ সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দিলে টিভি স্টেশনটি বন্ধ হয়ে যায়। এরপর হাই কোর্ট বিভাগে মামলা করে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু হাই কোর্ট মামলার আবেদন খারিজ করে দেয়।
পরে চ্যানেলটির মালিক গিয়াসউদ্দিন আল মামুন হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন। ওইদিন আবেদন শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে দিন ঠিক করে দেয়। তার ধারাবাহিকতায় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
চ্যানেল ওয়ান বন্ধের প্রক্রিয়া চলছে: মন্ত্রী
চ্যানেল ওয়ানের যন্ত্রপাতি নিলাম চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে খারিজ