এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনকে আসামি করা হয়েছে।
Published : 01 Sep 2024, 11:22 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় নামের এক ট্রাক চালককে গুলি করে হত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, সলুকে রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা গ্রেপ্তার করা হয়েছে।
সলু আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িত।
গত ২০ জুলাই ট্রাক চালক মো. সুজনকে হত্যার অভিযোগে ২২ অগাস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন তার ভাই রফিকুল ইসলাম। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বছিলা রোডে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আসামিদের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হামলা চালানো হয়, শান্তিপূর্ণ মিছিলে ওপর গুলি করা হয়।
সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফিরছিলেন। তখন তাকে গুলি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।