যোগ্যদের দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে অক্টোবরে কয়েকটি সংস্থা নিবন্ধন পাচ্ছে।
Published : 16 Jan 2024, 11:06 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পেতে দ্বিতীয় ধাপে অন্তত দেড়শ আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম সোমবার জানান, ১৫ সেপ্টেম্বর থেকে ১০ দিনের মধ্যে আবেদনের সময় ছিল। রোববার নির্ধারিত সময়ের মধ্যে দেড়শর মত আগ্রহী পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছে।
তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সংক্রান্ত কমিটি যাচাই-বাছাই করে এসব আবেদন কমিশনে উপস্থাপন করবে। যোগ্যদের দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে অক্টোবরে কয়েকটি সংস্থা নিবন্ধন পাচ্ছে।
প্রথম ধাপে দুই শতাধিক সংস্থা আবেদন করেছিল; তা থেকে ৬৬টি সংস্থাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। অন্যবারের চেয়ে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা অর্ধেকের মত কমে যাওয়ায় দ্বিতীয়বারের মত আবেদন চাওয়া হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)