নিবন্ধন ফি ধরা হয়েছে একহাজার টাকা।আগ্রহীদের সংখ্যা ৫ হাজার হলে আর নিবন্ধনের সুযোগ থাকবে না।
Published : 14 May 2024, 02:31 PM
আগামী জুন মাসে রাজধানীতে হবে ‘জয় বাংলা ম্যারাথন- ২০২৪’; যে প্রতিযোগিতায় ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হবে প্রতিযোগীদের।
মঙ্গলবার পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ‘পুলিশ অ্যাথেলেটিকস ও সাইক্লিং ক্লাবের’ সভাপতি পিবিআই' এর অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বনজ কুমার মজুমদার এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ক্লাবের আয়োজনে রাজধানীর হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন’ হবে ৭ জুন। ম্যারাথনের অর্ধেক দূরত্ব দৌড়াতে হবে বলে একে বলা হচ্ছে 'হাফ ম্যারাথন' ।
'জয় বাংলা বলে আগে বাড়ো' স্লোগান এই ম্যাথারনের মূলমন্ত্র জানিয়ে বনজ কুমার বলেন, দৌড়ে অংশ নিতে joybanglamarathon.com ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা যাবে। নিবন্ধন ফি ধরা হয়েছে একহাজার টাকা।আগ্রহীদের সংখ্যা ৫ হাজার হলে আর নিবন্ধনের সুযোগ থাকবে না।
ক্লাবের সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ম্যারাথন ভোর ৫টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। আন্তর্জাতিক নিয়ম মেনে এ প্রতিযোগিতা হবে।
ম্যারাথন চলাকালে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা জানান, “ভেন্যু এলাকায় ম্যারাথন চলাকালে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। তবে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা যেন ঠিক থাকে সে ব্যাপারে সুক্ষ্ণ নজরদারি থাকবে।"
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ‘জয় বাংলা' স্লোগানটি বিবেচনায় নিয়ে এই ম্যারাথনের নামকরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ম্যারাথন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান । আর পুরস্কার বিতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।