হজ নিবন্ধনে সময় অষ্টম বার বাড়ল

কোটা পূরণে এখনও ঘাটতি প্রায় ৮ হাজারের মতো।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2023, 07:05 PM
Updated : 6 April 2023, 07:05 PM

কোটা পূরণ না হওয়ায় আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়।

১১ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়ে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে। এনিয়ে অষ্টমবার সময় বাড়ান হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হল। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে।

কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলেও জানান হয়।

সপ্তম দফায় বাড়ানোর পর বুধবার হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হয়েছিল। তবে তাতেও কোটা পূর্ণ হয়নি। নিবন্ধন ঘাটতি ছিল প্রায় ৮ হাজারের মতো।

অন্যান্য বছর হজের যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন থেকে নিবন্ধন পাওয়ার লড়াই থাকলেও এবার হজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় নিবন্ধনের কোটা পূরণ হচ্ছে না, ফলে সময় বার বার বাড়াতে হচ্ছে।

Also Read: তিন খাতে ব্যয় কমলেও হজের খরচে লাফ যে কারণে

Also Read: হজের খরচ বাড়েনি, বেড়েছে সৌদি সার্ভিস চার্জ: প্রতিমন্ত্রী

Also Read: হজের খরচ কমল ১১ হাজার ৭২৫ টাকা, বাড়ল নিবন্ধনের সময়

চাঁদ দেখা সাপেক্ষে এবার ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ২১২ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৯৬ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ২১৬ জন নিবন্ধিত হয়েছেন।

এ বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি।

এবার সরকারি ও বেরসরকারিভাবে হজ পালনে খরচ হচ্ছে পৌনে ৭ লাখ টাকার মতো, যা গত বছরের চেয়ে প্রায় দুই লাখ টাকা বেশি।