ওই যাত্রীর জরুরি চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের ফ্লাইটটি চট্টগ্রামে জরুরি অবতরণ করে।
Published : 07 Feb 2025, 06:53 PM
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ছেড়ে আসা ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মো. সাজ্জাদ নামের ওই যাত্রীর চিকিৎসার জন্য চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে থাই এয়ারওয়েজের ফ্লাইট টিএইচএ-৩৩৯।
কিন্তু তার আগেই ওই যাত্রীর মৃত্যু হয় বলে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান।
শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে বৃহস্পতিবার রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয়, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইটের একটি এয়ারক্রাফটে একজন যাত্রী উড্ডয়নরত অবস্থায় হার্ট অ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে।
“ওই অবস্থায় উড়োজাহাজটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চান। অনুমতি পাওয়ার পর রাত ১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।”
খলিল বলেন, “রাতে উড়োজাহাজটি অবরতণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দায়িত্বে থাকা ডাক্তার ওই উড়োজাহাজে ঢোকেন। কিন্তু এর আগেই ওই যাত্রী মারা গিয়েছিলেন। পরে রাত ৩টা ৪০ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।”