একজন পদোন্নতি পেয়েছেন। আরেকজনকে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।
Published : 03 Nov 2024, 09:34 PM
প্রশাসনে রদবদলের অংশ হিসেবে অবসরে যাওয়া এক কর্মকর্তাকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিতে এবং আরেক অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাবেক সরকারি কর্মকর্তা বেগম মমতাজ আহমেদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে।
একই দিন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন। তাকে পাঠানো হয়েছে পরিকল্পনা বিভাগে।
রোববার নতুন এই দুই সচিবের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মমতাজ আহমেদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্ম সম্পর্ক ত্যাগ করে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদে দায়িত্ব পালন করবেন।
গত ৩০ অক্টোবর এ মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব দেওয়া হয়।