এক সপ্তাহ আগে তাকে রাঙামাটিতে বদলির আদেশ হয়েছিল।
Published : 03 Dec 2024, 09:17 PM
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানাকে রাঙামাটিতে বদলির আদেশে এক সপ্তাহের মাথায় প্রত্যাহার করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সেখানে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁও জেলার পরিবর্তে রাঙামাটিতে নতুন জেলা প্রশাসক হিসেবে পাঠানোর কথা বলা হয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১০ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাতকে ঠাকুরগাঁও জেলার ডিসি করা হয়েছিল।
পরে গত বুধবার ইশরাত ফারজানাকে রাঙামাটি জেলায় বদলি করে মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক করে পাঠানোর আদেশ হয়।
এর এক সপ্তাহের মাথায় ওই সিদ্ধান্ত থেকে সরে এল সরকার।