নিহত নারী ওই বাসায় একা থাকতেন। তিনি মৌচাক মার্কেট এলাকায় দর্জির কাজ করতেন।
Published : 14 Oct 2024, 10:50 PM
রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে এক নারীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণগাঁও শাহী মসজিদের পাশে বসবাসকারী সানাম আক্তার প্রিয়া (৩০) নামের ওই নারী দর্জির কাজ করতেন বলে জানিয়েছেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম।
সোমবার দুপুরে সংবাদ পেয়ে দক্ষিণগাঁও শাহী মসজিদের পাশে একটি দোতলা বাসার নিচতলার ঘর থেকে প্রিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করার তথ্য দেন ওই পুলিশ সদস্য।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রোববার রাতে হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে।
এসআই রকিবুল বলেন, প্রিয়া ওই বাসায় একা থাকতেন। তিনি মৌচাক মার্কেট এলাকায় দর্জির কাজ করতেন। সোমবার দুপুরে সেখানকার একজন গৃহকর্মী ঝাড়ু দিতে গিয়ে ভেজানো দরজা ধাক্কা দিয়ে খুললে প্রিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশকে খবর দেন বাড়ির মালিক।
পরে সেখান থেকে লাশ উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহত প্রিয়া মাগুরা সদর উপজেলার চাদপুর গ্রামের মান্নু বিশ্বাস ও ছবি বেগমের মেয়ে।