সোহাগ ড্রাইভিং লাইসেন্সের কাজে পাবনা থেকে রাতের বাস ধরে ভোরের ঢাকায় নেমেছিলেন।
Published : 06 Oct 2024, 12:13 PM
ঢাকার উত্তরায় ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক যুবক মারা গেছেন; যিনি ড্রাইভিং লাইসেন্সের কাজে পাবনা থেকে রাতের বাস ধরে ভোর বেলায় ঢাকায় নেমেছিলেন।
রোববার ভোরে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান।
নিহত ২৭ বছর বয়সী সোহান হোসেন সোহাগের বাড়ি পাবনার নাজিরপুরে। ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মিস্ত্রির কাজ করতেন তিনি।
পরিদর্শক ফারুক বলেন, “ভোরে এক রিকশা চালক ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটির বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
সোহাগের ছোট ভাই শাওন হোসেন বলেন, “ভাই ড্রাইভিং লাইসেন্সের জন্য আঙুলের ছাপ দিতে ঢাকায় আসছিলেন। পরে আমরা খবর পাই ভোরে গাড়ি থেকে নামার পর ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে করে রাস্তায় ফেলে গেছে।“
স্থানীয় কয়েজন সোহাগকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যায় এবং পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় বলে শাওন জানান।
পরিদর্শক ফরুক জানান, সোহাগের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।