র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি অবহিত করেছেন।
Published : 24 Aug 2024, 01:16 AM
দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন জমা দেওয়ার ঘোষণা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
শুক্রবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি অবহিত করেছেন।
তিনি বলেন, "সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষের সহায়তায় র্যাব সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।"
দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ জেলার ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। পানিবন্দি হয়ে পড়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার।
বানভাসি মানুষকে উদ্ধার করতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এই কাজে অংশ নিয়েছে র্যাবও।
বন্যা উপদ্রুত বিস্তৃর্ণ অঞ্চলের মানুষের জন্য সর্বস্তরের মানুষের কাছ থেকে সহায়তা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নির্দিষ্ট ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থ সহায়তা পাঠানোর ঠিকানা এরূপ: হিসাবের নাম- প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর- ০১০৭৩৩৩০০৪০৯৩।