বিএনপি ও জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের মধ্যে নাশকতা ঠেকাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে পোশাক কারখানা অধ্যুষিত এলাকা, ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ৩৩ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে থাকেন ৩০ জন বিজিবি সদস্য।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বুধবার সকালে এক বার্তায় বলেন, “সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে ঢাকাসহ সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত) রয়েছে।”
গত ২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের দীর্ঘদিনের মিত্র এবং সমমনা দল ও জোটগুলোও একই কর্মসূচি পালন করছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।