তিন এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন
Published : 04 Jul 2023, 10:39 AM
এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজি।
তিন এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন বলে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়।
সেখানে বলা হয়, ১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট সাতটি এবং ফ্লাইনাসের ফ্লাইট সাতটি।
এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরবে যান। তাদের মধ্যে ৭০ জন সৌদি আরবে মারা গেছেন।
এবছর হজ ফ্লাইট শুরু হয় ২১ মে, শেষ ফ্লাইট যায় ২৪ জুন। সৌদি আরবে ২৭ জুন হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ২ জুলাই থেকে, চলবে ২ অগাস্ট পর্যন্ত।