স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।
Published : 27 Nov 2024, 08:55 PM
রাজধানীর তিন কলেজের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর এক বিজ্ঞপ্তিতে ওই পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে।
সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয় রোববার থেকে। পরীক্ষা সূচির মধ্যেই ওই দিন ও পরের দিন সোমবার যাত্রাবাড়ীর মাহাবুবুর রহমান মোল্লা কলেজ, পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনার পর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেক শিক্ষার্থী।
সংঘর্ষের পরদিন মঙ্গলবার স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। এবার প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করা হল।
বৃহস্পতিবার পরীক্ষা হওয়ার কথা ছিল প্রথম বর্ষের বাংলা (১০০২), ইংরেজি (১০১), আরবি (১০১), ইতিহাস (২১১৫০৩), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৬০১), দর্শন (১০১/মানো: ১০১), ইসলামিক স্টাডিজ (২১১৮০১, মানো: ২১১৮০১), রাষ্ট্রবিজ্ঞান (১০১), সমাজবিজ্ঞান (১০১), সমাজকর্ম (১০১), অর্থনীতি (২১২২০১), মার্কেটিং (১০০১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১০০১, ২১২৪০৫), হিসাববিজ্ঞান (২১২৫০১/ ১০০১/২৫১০০১), ব্যবস্থাপনা (১০০১), পদার্থবিজ্ঞান (১০১), রসায়ন (৭১০১), উদ্ভিদবিজ্ঞান (১০১), প্রাণিবিদ্যা (১০১), গণিত (১০১, মানো: ১০১), ভূগোল ও পরিবেশ (১০০১), মৃত্তিকাবিজ্ঞান (২১৩৩০১), মনোবিজ্ঞান (১০১), গার্হস্থ্য অর্থনীতি (১০১) ও পরিসংখ্যান (এইচ ১০১) বিষয়ে।
‘কলেজগুলোতে চলমান অস্থিরতার কারণেই’ পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রোকনুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগের পরীক্ষা যে কারণে স্থগিত হয়েছিল, তার জেরেই বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা তো আনুষ্ঠানিকভাবে ওটা বলতে পারি না। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করার কথা বলা হচ্ছে।
স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি শিগগিরই প্রকাশ কর হবে বলেও জানান এই কর্মকর্তা।