ধানমন্ডি ৩২ থেকে সেনাপ্রধান যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে।
Published : 24 Jun 2024, 06:09 PM
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের সালাম জানান।
এর আগে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেওয়া শহীদ সেনা সদস্যদের সম্মানে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানেও তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন রোববার।
পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেলের ‘র্যাংক ব্যাজ' পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সাথে সাক্ষাৎ করায় ধন্যবাদ দেন।
দায়িত্ব বুঝে নিলেন নতুন সেনাপ্রধান
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে 'জেনারেল' পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান করার আদেশ হয় গত ১১ জুন। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিদায়ের দিন থেকে তা কার্যকর হয়।