‘পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হবে’ মন্তব্য করে তিনি বলেছেন, এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।
Published : 14 Jul 2024, 06:40 PM
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর বলপ্রয়োগ না করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
অ্যাডভোকেট খোকন বলেন, “কোটাবিরোধীরা কয়েকদিন থেকে আন্দোলন করছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। কোনো ঘটনা দুর্ঘটনা কিছুই ঘটেনি। সম্প্রতি সরকারের মন্ত্রীরা ধমক দিচ্ছেন। পুলিশরা ধমক দিচ্ছেন। তাদের আন্দোলন থেকে সরিয়ে দিতে চাচ্ছেন। তারা চাচ্ছে বল প্রয়োগ করতে এবং তারা অতিরিক্ত বল প্রয়োগ করছে।
রাষ্ট্র কী চাচ্ছে সেটা বুঝতে পারছি না।
“আমরা বলব শুধু সরকারের যে চিন্তা ভাবনা, তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। যে কোনো ব্যক্তি তার সমর্থনে, তার মৌলিক অধিকারে সমর্থনে বক্তব্য রাখতে পারে।
“এবং ডান্ডা মেরে ঠাণ্ডা করবেন সেটা হবে না। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না। কোনো ধরনের বলপ্রয়োগ করবেন না। সারা দেশের মানুষ ঘটনা পর্যবেক্ষণ করছে।”
পরিস্থিতি ‘আরও জটিল থেকে জটিলতর হবে’ এবং ‘জাতীয় সংকটের সৃষ্টি হয়ে যাবে’ মন্তব্য করে তিনি এর দায়দায়িত্ব ‘সরকারকে নিতে হবে’ বলেও হুঁশিয়ার করেন।
অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিকসহ আরও কয়েকজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।