জব্দ করা সোনা ঢাকা কাস্টমস হাউজের গুদামে জমা করা হয়।
Published : 24 May 2024, 09:02 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি সোনার বারসহ ধরা পড়া দুই চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহ।
এদিন আসামি লিউ ঝংগ্লিয়াং ও চেন জেংকে আদালতে হাজির করে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন বিমানবন্দর থানার এসআই জাকির হোসাইন। বিচারক শুনানি নিয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ওই দুই চীনা নাগরিক ঢাকায় নামেন। ওই দুই যাত্রীকে তল্লাশি করে তাদের কাঁধব্যাগে তিনটি চার্জার লাইট পান বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেগুলো ভেঙে ভেতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮,০০০ টাকা।
জব্দ করা সোনার বারগুলো ঢাকা কাস্টমস হাউজের গুদামে জমা করা হয়। আটক দুই যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয় শুল্ক আইনে।