তিনজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
Published : 13 Mar 2025, 08:12 PM
একজন অতিরিক্ত ডিআইজি এবং দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের তথ্য জানানো হয়।
এই তিন কর্মকর্তার একজন হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হয়ে থাকা অতিরিক্ত ডিআইজি ও ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মো. শহিদুল্লাহ।
বাকি দুজন হলেন সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনজনই গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এদের মধ্যে শহিদুল্লাহর বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা হয়। এ মামলায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় তাকে।
আবুল হাসনাত খানের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি বাগেরহাটের ফকিরহাট থানায় একটি হত্যা চেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলার পরের দিনই গ্রেপ্তার করা হয় তাকে।
অন্যদিকে নোয়াখালীর সোনাইমুড়ি থানায় হত্যা মামলা হয় আসাদুজ্জামানের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করা হয় গত ৯ ফেব্রুয়ারি।
তিনজনের বিরুদ্ধেই সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৩৯ (২) ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।