বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে সংযুক্ত মন্ত্রণালয় ও বিভাগ থেকে পিআইডিতে নিয়ে আসা হয়েছে।
Published : 08 Aug 2024, 07:00 PM
সরকার পতনের তিন দিনের মাথায় সব মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য কর্মকর্তাদের মূল দপ্তর তথ্য অধিদপ্তরে (পিআইডি) ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সেখানে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে সংযুক্ত মন্ত্রণালয় ও বিভাগ থেকে পিআইডিতে নিয়ে আসা হয়েছে।
সোমবার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে প্রশাসনে অস্থিরতা চলছে।
একজন তথ্য কর্মকর্তা বলেন, “নতুন সরকার গঠনের আগে কর্মকর্তাদের নিজ দপ্তরে ফিরিয়ে নেওয়া একটি সাধারণ প্রক্রিয়া।”
অন্যান্য দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি সেভাবে না থাকলেও সব তথ্য কর্মকর্তা এদিন সকাল থেকে তথ্য মন্ত্রণালয়ে ছিলেন।