চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় বুধবার রাতের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
Published : 27 Nov 2024, 12:11 AM
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ।
হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, “বুধবার রাতের মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে সচিবালয় ঘেরাও করা হবে।”
মিছিলের আগে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে শরিফ ওসমান হাদি বলেন, “জঙ্গি সন্ত্রাসীরা আমাদের আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার করতে হবে।”
সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে পুরনো একটি হত্যাকাণ্ডের ঘটনা মিল রয়েছে জানিয়ে তিনি বলেন, “এরকম একটা হত্যাকাণ্ড ১৫ বছর আগে হয়েছিল। ঝালকাঠি আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলী হায়দার জেএমবির বিরুদ্ধে লড়েছিল। সেই রায়ে জেএমবির শায়েখ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসির আদেশ হয়েছিল।
‘অ্যাডভোকেট আলী হায়দারকে জেএমবির জঙ্গিরা এশার নামাজ পড়ে বের হয়ে আসার সময় গুলি করে হত্যা করেছিল। ঠিক এমন একটি ঘটনা আজ ঘটেছে। মামলা করার কারণে আদালত চত্বরে সরকারি আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এ ষড়যন্ত্রকারীরা।”
রাষ্ট্রদ্রোহের একটি মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা হয়।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী সাইফুলের ওপর হামলা করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তার দাবি, ধারাল অস্ত্রের আঘাতে ওই আইনজীবীকে ‘হত্যা’ করা হয়েছে। সংঘর্ষের সময় আরও ২০ জন আইনজীবী আহত হয়েছেন।
সাইফুল চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ছিলেন বলে জানান তিনি।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সময় বেঁধে দিয়ে সরকারের উদ্দেশে শরিফ ওসমান হাদি বলেন, “আপনি কি বাংলাদেশের সরকার, না ‘নতজানু এনজিও’- এইটা আপনাকে প্রমাণ করতে হবে।”
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের দাবি জানিয়েছি। জড়িতদের আগামীকাল বুধবার রাতের মধ্যে গ্রেপ্তার করা না হলে আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করব।”