কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াতপন্থিরা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে ভাষ্য আওয়ামীপন্থিদের।
Published : 18 Jul 2024, 03:12 PM
কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকার আদালত প্রাঙ্গণে পাল্টাপাল্টি মিছিল করেছেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা।
শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে মিছিল করেন দুই শতাধিক বিএনপিপন্থি আইনজীবী। পরে দুপুর পৌনে ২টায় আওয়ামীপন্থি আইনজীবীরা আদালতপ্রাঙ্গণে মিছিল করেন। তাদের ভাষ্য, কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াতপন্থিরা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।
আওয়ামীপন্থি আইনজীবীরা স্লোগান দেন ‘ছাত্রলীগকে হত্যা কেন, খুনি খালেদা জবাব দে’, ‘রাজপথে বোমা কেন, খুনি খালেদা জবাব দে’। এতে সহকারী পিপি মাহফুজুর রহমান, বিশেষ পিপি রেজাউল করিম ও অন্যরা অংম নেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মহসিন, আবুল কালাম, হান্নান ভুঁইয়া।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারীরা। তবে বেলা ১১টা থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু করে।
পরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় সংগঠনের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ বাঁধে। এসব ঘটনায় চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।
বুধবারও বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। সরকার সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমি বিশ্বাস করি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে।”
তিনি দেশজুড়ে সংঘাতের বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন এবং সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈয্য ধরার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের বলেছেন, সেখানে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে বলেই তার বিশ্বাস।
কিন্তু প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া না দিয়ে বৃহস্পতিবার সারা দেশে ‘শাটডাউনের’ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েছে মানুষ। রাজধানীতের কয়েক জায়গায় সংঘর্ষেরও খবর এসেছে।