এই তালিকা ধরে আহতদের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যের কথা বলা হচ্ছে।
Published : 15 Aug 2024, 09:55 PM
কোটা সংস্কার থেকে সরকার পতন পর্যন্ত আন্দোলনে হতাহতদের পরিচয়সহ তালিকা তৈরি করতে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।
এই তালিকা ধরে আহতদের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যের কথা বলা হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিবসহ (সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, অর্থ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিদেরও রাখা হয়েছে এই কমিটিতে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জুলাই সহিংস হয়ে ওঠে। সেই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সারা দেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়। পতন হয় শেখ হাসিনার, তিনি পালিয়ে যান ভারতে।
শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলায়ও হতাহত হয়েছেন অনেকে। তাদের তথ্যও এই কমিটি সংগ্রহ করবে কিনা, সেটি পরিষ্কার হওয়া যায়নি।