বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা ও সমালোচনা চলছে। কর্মকর্তারাও এ নিয়ে বিব্রত।
Published : 09 Apr 2025, 03:25 PM
দুটি সরকারি কলেজের অধ্যক্ষ পদে এক বছরের বেশি সময় আগে মারা যাওয়া দুইজন শিক্ষককে বসিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা ও সমালোচনা চলছে। কর্মকর্তারাও এ নিয়ে বিব্রত।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সরকারি করা ১৩৫ কলেজের অধ্যক্ষ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সংযুক্ত করে মঙ্গলবার আদেশ জারি করে। সেখানেই দুই মৃত শিক্ষকের নাম আসে।
এর মধ্যে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ পদ পাওয়া কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন এবং রংপুরের পীরগাছা কলেজের অধ্যক্ষ পদে নাম আসা কারমাইকেল কলেজের ইতিহাসের অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব এক বছরে বেশি সময় আগে মারা গেছেন।
পদার্থবিদ্যার অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ২০২৩ সালের ১২ এপ্রিল মারা গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক প্রফেসর মোহা. আতাউল হক খান চৌধুরী।
বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামাল উদ্দিন স্যার মারা যাওয়ার বিষয়টি পিডিএসে হালনাগাদ করা হয়েছে৷ স্যারকে অধ্যক্ষ পদে পদায়ন নিয়ে হাসাহাসি হচ্ছে।"
অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন গত বছরের ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার বাবা।
প্রায় দুই বছর আগে মারা যাওয়া স্বামীকে অধ্যক্ষ হিসেবে পদায়নের খবরে বিস্মিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের স্ত্রী তাহমিনা বেগম।
বুধবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “আমার প্রাপ্তিগুলো কবরে। আমার স্বামী অসম্ভব মেধাবী ছিলেন। তিনি জানতেন অধ্যক্ষ হবেন, কিন্তু সেই অধ্যক্ষের প্রজ্ঞাপন পেলেন মৃত্যুর দুই বছর পর।
“মেয়েও তার শিক্ষা জীবনের সুখবরটি জানতে পারেনি। গত বছরের ১৯ মে অবন্তিকার স্নাতকের (এলএলবি অনার্স) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সিজিপিএ ৩ দশমিক ৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় স্থান অধিকার অর্জন করেন অবন্তিকা। কিন্তু কেউই পৃথিবীতে নেই।”
অন্যদিকে ইতিহাসের অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব ২০২৩ সালের ১৬ ডিসেম্বর মারা গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান।
মঙ্গলবার তাদের অধ্যক্ষ পদে সংযুক্তির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার উপসচিব মো. মাহবুব আলম। বুধবার তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সদ্য পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া যুগ্মসচিব মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেড়শর বেশি সরকারি করা কলেজের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়ে আমরা কাজ করেছিলাম। ঈদের আগেই তাদের পদায়নের কথা ছিল।
"অধ্যক্ষ না থাকায় ওই কলেজগুলো শিক্ষকদের বেতন ভাতা পরিষদ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাই অনেকটা তাড়াহুড়া করেই শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের অধ্যাপকদের পদায়ন করা হয়েছে। তবে তথ্য হালনাগাদ না থাকায় হয়তো এ ভুল হয়েছে।"
মৃত শিক্ষকদের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়টি 'বিব্রতকর' বলেও মন্তব্য করেন এ যুগ্মসচিব।