সকাল সাড়ে ৭টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
Published : 17 Feb 2024, 08:59 AM
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেইন রেললাইনে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল।
শনিবার সকালে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস।
তিনি বলেন, “এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেইনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল।
“ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়।”
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
ঘটনার বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলীর মোবাইলে একাধিকবার কল দিলেও তারা ধরেননি।