মোটরসাইকেল দুর্ঘটনায় মাভেন অটোসের এমডির মৃত্যু

গভীর রাতে মাওয়া থেকে এক্সপ্রেসওয়ে ধরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 04:50 PM
Updated : 8 Nov 2023, 04:50 PM

ঢাকায় গাড়ি বিক্রির কোম্পানি মাভেন অটোসের ব্যবস্থাপনা পরিচালক আশফাকুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

মঙ্গলবার গভীর রাতে মাওয়া এক্সপ্রেস রোডের আব্দুল্লাহপুর এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন বলে তার সহকর্মীরা জানান।

আশফাকুরের সহকর্মী সাবিয়াত ইসলাম জানান, শখের পুরনো একটি মোটরসাইকেল সম্প্রতি মেরামত করে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাওয়া এক্সপ্রেসওয়েতে যান আশফাক। পরে তার ফোন পেয়ে আরও দুজন সেখানে যান। এরপর রাতের খাবার খেয়ে তারা সেখান থেকে ঢাকার পথে রওনা হন।

সাবিয়াত জানান, একটি মোটরসাইকেলে ছিলেন দুজন। আর আশফাকুর ছিলেন তার মোটরসাইকেলে, যেটি খুব দ্রুত গতিতে চলছিল। রাত ২টার দিকে আব্দুল্লাহপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় তার বাইক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে আশফাককে হাসাপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে বলে জানান হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ।