মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গাইবান্ধার মোন্তাজ গ্রেপ্তার

সাড়ে তিন বছর আগে তিনিসহ পাঁচজনের ফাঁসির আদেশ হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2023, 03:28 PM
Updated : 29 April 2023, 03:28 PM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

শনিবার র‌্যাবের এক বার্তায় বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই যুদ্ধাপরাধী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে র‌্যাব ৩ গ্রেপ্তার করেছে।

কখন, কীভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ না করে ওই বার্তায় বলা হয়, রোববার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

একাত্তরে গাইবান্ধা সদরে অপহরণ, নির্যাতন, লুটপাট, হত্যা ও দেশত্যাগে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর মোন্তাজসহ পাঁচজনের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দণ্ডিতরা একাত্তরে জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে তারা রাজাকার বাহিনীতে নাম লেখান এবং ওই এলাকার বিভিন্ন গ্রামে যুদ্ধাপরাধ ঘটান বলে উঠে আসে এ মামলার বিচারে।

১৭৬ পৃষ্ঠার রায়ে আদালত বলেছিল, আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই আসামিদের দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।

Also Read: যুদ্ধাপরাধ: বাবা-ছেলেসহ ৫ রাজাকারের ফাঁসির রায়