ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
Published : 09 Feb 2025, 08:28 PM
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্থার সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাধণ চন্দ্রের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।
ক্ষমতার পালাবদলের পর গত ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
১৯ ডিসেম্বর ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জন ও ৬৫টি ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগে দুদক মামলা করেছে।
এই অভিযোগে আদালতের আদেশ ২৩ জানুয়ারি সাধন চন্দ্রের আয়কর নথি জব্দ করা হয়।
এ মামলায় ২৯ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে করা আবেদনে বলা হয়, সাধন চন্দ্র মজুমদারের নামে ৫৬টি ব্যাংক হিসাব থাকা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার ২০০৮ সাল থেকে টানা চার দফা জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৯ থেকে ২০২৪ সালের অগাস্ট পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে অনুসন্ধানে ধানমন্ডিতে কনকর্ড তরুলতায় ৪ হাজার ৪৭৫ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং ঢাকার উত্তরায় ৫ কাঠা জমির খোঁজ পেয়েছে দুদক। এ ছাড়া তার নামে ব্যবসার মূলধন, গাড়ি, এফডিআর, স্বর্ণালংকার, আসবাবপত্র, ব্যাংক ও নগদ মূলধনসহ ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার অস্থাবর সম্পদের তথ্যও রয়েছে দুদকের হাতে।